কর্ণফুলীতে বাল্যবিয়ে, ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালেন ‘বর-কনে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বন্ধ হলো ১৬ বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে। ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন বর ও কনে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের হল-২১ নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী তার ভ্রাম্যমা ণ আদালতের মাধ্যমে এই কিশোরীর বিয়ে বন্ধ করেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুপুরে আয়োজন চলছিলো চরপাথরঘাটা এলাকার এক ১৬ বয়সী কিশোরীর বাল্যবিবাহের। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে সড়িয়ে নেওয়া হয় বর-কনেকে। নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার আয়োজনের মুচলেকা নেয়া হয়। এমন অভিযান নিয়মিত চলবে।

মন্তব্য নেওয়া বন্ধ।