কর্ণফুলীতে ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে কর্মশালা

চট্টগ্রামের কর্ণফুলীতে ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের আয়োজনে কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. নাওশেদ রিয়াদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সভাপতিত্বে ও ওয়ার্কশপ অরগাইনাইজার মো. শহিদুল হকের সঞ্চালনায় কর্মশালা বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, ডা. সিরাজুল মনোয়ার আশফাক, স্থানীয় ইউপি সদস্য মো. সাজ্জাদ খান সুমন, ওয়ার্কশপ অরগাইনাইজার মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক সৈয়দা শারমিন আকতার।

কর্মশালায় অতিথিরা বলেন, ভূমিধস থেকে রক্ষা পেতে যত্রতত্র পাহাড় কাটা যাবে না, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সবাইকে অনেক সচেতন হতে হবে। কর্মশালায় অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ জনপ্রতিনিধিগণ।

মন্তব্য নেওয়া বন্ধ।