ঘূর্ণিঝড় মোখা—সুপার সাইক্লোন হবে না, সেন্টমার্টিনে বাড়ছে বাতাসের গতি

ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ১৯৫ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (১৪ মে) সকাল ৯.১৮টায় আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, রোববার সকালে সমুদ্রের যে অংশে মোখা অবস্থান করছে সেখানে ঝড় অতিরিক্ত শক্তি সঞ্চয় করার সুযোগ নেই। ফলে সুপার সাইক্লোনে রূপান্তরিত হওয়ার সুযোগ আর নেই।

সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আহমেদ জানান, শনিবার রাত থেকে সকাল পর্যন্ত টেকনাফের আবহাওয়া গুমোট ছিল। সকাল ৮টা থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গড়ি বেড়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত সমুদ্রের পানির উচ্চতা বাড়েনি।

মানুষজন আতঙ্ক নিয়ে অপেক্ষায় আছেন জানিয়ে প্রবীন এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, দ্বীপে কান্নার রোল পড়ছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই—আল্লাহ যেন আমাদের রক্ষা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।