চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর লালদিঘির পাড় এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, অভিযানে সরকারি খাস জমিতে থাকা প্রায় ১৭টির মতো ছোট-বড় দোকান উচ্ছেদ করা হয়। এই জমিতে প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারি জায়গা রয়েছে। যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলো ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, এখানে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গণ রয়েছে। উঠানামার যে রাস্তাটি রয়েছে সেটি খুবই সরু। যার কারণে স্থাপনাগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। চলতে-ফিরতে অসুবিধা হচ্ছিলো।

মন্তব্য নেওয়া বন্ধ।