চট্টগ্রামে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থী বহিষ্কার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এসএসসি) পরীক্ষার বিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষায় চট্টগ্রামে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন চট্টগ্রামে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী।

রবিবার (২১ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব বিষয় নিশ্চিত করেছেন। বহিষ্কৃত ওই পরীক্ষার্থী নগরের বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, আজকের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে অসদুপায় অবলম্বন করায় চট্টগ্রামের একটি কেন্দ্রের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। আজ চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬১৩ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।