চট্টগ্রামে আসার পথে ফিলিপাইন নাগরিকের আত্মহত্যা

নগরীর পতেঙ্গা থেকে অবমেরগা নামে এক ফিলিপাইন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) পতেঙ্গা বহিনোঙ্গর কর্মাশিয়াল এরিয়ায় নোঙ্গ করা জাহাজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমবেরগা ফিলিপাইনের লুকবান কিউজেন প্রদেশের ফ্যাবল এইট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফলওবমেরগা। ৪ মাস আগে তিনি আফ্রিকান বুজার্ড নামের একটি জাহাজে যোগ দেন।

আমবেরগার শিপিং এজেন্ট জেএফ বাংলাদেশের এক্সিকিউটিভ আরিফ হোসেন চট্টগ্রাম খবরকে বলেন, গত ৭ জুলাই আরব আমিরাত থেকে মাল আনলোড করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় তিনি মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত ছিলেন বলে জাহাজের ক্যাপ্টেন, নাবিক, ডেক ইনচার্জ জানিয়েছেন। গত ৯ জুলাই যে কোন এক সময়ে তিনি নিজের কেবিনে রশিতে ঝুলে আত্মহত্য করেন। পরে জাহাজের ক্যাপ্টেনসহ অন্যান্যরা তার লাশ নামিয়ে ফ্রিজিং করেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান চট্টগ্রাম খবরকে বলেন, খবর পেয়ে পুলিশ ফিলিপাইনের ওই নাগরিকের মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচকে/

মন্তব্য নেওয়া বন্ধ।