চট্টগ্রামে নতুন ভোটার বেড়েছে সাড়ে ৫ লাখ

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা পূর্ণাঙ্গ করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে নতুন ভোটার সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। এর মধ্যে বাঁশখালীতে ভোটার বেড়েছে ৫০ হাজার ৭৫৫ জন। এর আগে চট্টগ্রামে ভোটার সংখ্যা ছিল ৫৯ লাখ ৮৯ হাজার ২৩৫ জন।

এছাড়া ফটিকছড়িতে ৪৪ হাজার ৯৮৩ জন, সাতকানিয়ায় ৪০ হাজার ৩৭৮ জন, মীরসরাইয়ে ৩৬ হাজার ৩৩ জন, পটিয়ায় ৩১ হাজার ৩৮০ জন, হাটহাজারীতে ৩০ হাজার ৯৯০ জন, রাঙ্গুনিয়ায় ৩০ হাজার ৭০০ জন, সীতাকুণ্ডে ২৫ হাজার ৯৬৯ জন, আনোয়ারায় ২৫ হাজার ৮৪০ জন, লোহাগাড়ায় ২৪ হাজার ৫৭৪ জন, রাউজানে ২২ হাজার ২৪২ জন, সন্দ্বীপে ২২ হাজার ১৪৬ জন, চন্দনাইশে ২০ হাজার ১৬৭ জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৬৭৩ জন এবং কর্ণফুলীতে ১১ হাজার ৮১৬ জন।

চট্টগ্রাম মহানগরীতে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে ডবলমুরিং থানায়। এ থানায় নতুন ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৮ জন। পাঁচলাইশ থানায় ভোটার বেড়েছে ২১ হাজার ৬৬৭ জন, চান্দগাঁওয়ে ২১ হাজার ৬১৬ জন, পাহাড়তলীতে ১৬ হাজার ৭২৪ জন, বন্দর থানায় এলাকায় ১৬ হাজার ৪৭৩ জন এবং কোতোয়ালী থানায় ভোটার বেড়েছে ১৪ হাজার ৫২২ জন।

চট্টগ্রামের তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ভোটার বেড়েছে ৪৮ হাজার ৪০২ জন, বান্দরবানে ২৮ হাজার ৫৯২ জন, খাগড়াছড়িতে বেড়েছে ৪৫ হাজার ৭৮৩ জন। এছাড়া কক্সবাজারে ভোটার বেড়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৯ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।