চট্টগ্রামে ৯ মামলার পলাতক আসামি সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া নয় মামলার পলাতক আসামি আলী নবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। নবী গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তার পিতার নাম আমির আলী।

বুধবার (১৩ জুলাই) রাত নয়টার দিকে গন্ডামারা বড়ঘোনা এলাকায় অভিযান চালিয়ে আলী নবী প্রকাশ নবী মেম্বারকে গ্রেফতার করা হয়।

নবী মেম্বার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা লিয়াকত আলীর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

র‌্যাব-৭ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী চট্টগ্রাম খবরকে বলেন, নবী মেম্বারে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ৯টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। মেম্বার পদের প্রভাব খাটিয়ে এলাকায় সাধারন মানুষের উপর নানা নির্যাতন ও ভয়ভীতিও দেখাতেন। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

থানায় হস্তান্তরের পর আজ দুপুরে আলী নবীকে বাঁশখালী আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেয়।

মন্তব্য নেওয়া বন্ধ।