চট্টগ্রাম ইপিজেড থেকে অপহৃত শিশু ফেনীতে উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের ইপিজেড থানার কলসি দিঘী এলাকা থেকে আড়াই বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে ৬ জনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত শিশু মো. হৃদয়কে দাগনভুঁইয়া থানার গহিন এলাকা থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিএমপি উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশু হৃদয় অপহরণ মামলার তদন্তে নেমে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার একপর্যায়ে ফেনী জেলার গহীন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দুপুরে নগরের ইপিজেড থানার কলসি দিঘী এলাকার সাইক্লোন শেল্টারের (স্কুল) সামনে থেকে হৃদয়ের বড় বোন জান্নাতুলকে খাবার কিনতে পাঠিয়ে কৌশলে হৃদয়কে অপহরণ করা হয়। এ ঘটনায় ২৬ জানুয়ারি শিশুর বাবা রবিউল বাদি হয়ে নগরের ইপিজেড থানায় অজ্ঞাতনামা দুইজন মহিলাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।