চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৪ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) ৩ বিভাগের মোট ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মিলিয়ে ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৩০৭ জন। এর মধ্য থেকে ১৪ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

সে হিসেবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩ দশমিক ৫৩ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। তথ্যগুলো নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হেলাল উদ্দীন নিজামী।

এর আগে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী ও ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হেলাল উদ্দীন নিজামীসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।