চবি সাংবাদিক সমিতির নির্বাচন বুধবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী কমিটি – ২০২৪’র নির্বাচন আগামী বুধবার (৬ মার্চ) অনুষ্ঠিত হবে। এতে মোট ৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ও ৫ মার্চ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

রবিবার (৩ মার্চ) দুপুরে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রুমান ও আফজালুর রহমান নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম শিকদার।

তফসিল সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৪ মার্চ) ও আগামী মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন সংগঠনের সদস্যরা। এছাড়া মঙ্গবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পাবেন প্রার্থীরা। একইদিন বিকেল ৩টায় পার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ভোট গণনা শেষে দুপুর আড়াইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার হাসান মোহাম্মদ রুমান বলেন, প্রতিবারের মতো এবারও সাংবাদিক সমিতির নির্বাচন প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। চবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আগামী বুধবার অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আমরা আশাবাদী।

মন্তব্য নেওয়া বন্ধ।