চমেক হাসপাতালে ওষুধ চুরি—চোরাই ওষুধসহ ৩ ওয়ার্ডবয় আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীর জন্য বরাদ্দের ওষুধ চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দিলীপ কুমার নাথ (৪৫), আশিষ দাস (৪৫), পলাশ ধর (৩৮)। আটককৃতরা সবাই হাসপাতালের স্পেশাল ওয়ার্ডবয়।

রোববার (১১ জুলাই) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। তিনি বলেন, চমেক হাসপাতাল থেকে রোগীদের জন্য বরাদ্দের ওষুধ চুরির ঘটনায় আমরা আরও তিনজনকে আটক করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

আটককৃতদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকার ওষুধ উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফ্রেব্রুয়ারি বিপুল পরিমাণ চোরাই ওষুধসহ ২৬ নম্বর ওয়ার্ডের সরকারি স্টাফ আশু চক্রবর্তী ও আউটসোর্সিং কর্মচারী মো. সৈয়দকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া গত ৭ জুলাই বৃহস্পতিবার সুমন বড়ুয়া নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ওষুধ চুরির ঘটনা প্রায়শই ঘটে থাকে বলে বিভিন্ন সময় অভিযোগ ওঠে।

মন্তব্য নেওয়া বন্ধ।