চান্দগাঁওয়ে হাতিয়ে নেওয়া স্বর্ণসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট রাস্তার উপর থেকে বাসনা রাণী দে নামে এক নারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. মাসুম সরদার নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, এসআই লুৎফর রহমান সোহেল রানা এবং এএসআই আপ্যায়ন বড়ুয়া গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।

তিনি বলেন, গত ২৯ মার্চ অজ্ঞাতনামা দুই ব্যক্তি বাসনা রাণী দে নামে এক নারীর গলায় থাকা এক ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ভ্যানিটি ব্যাগের ভিতরে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং ১টি বাটন মোবাইল সেট আত্মসাৎ করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে আসামিকে গ্রেপ্তার করে হাতিয়ে নেওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।