ছেলের গুলিতে সাবেক মেয়রের স্ত্রী নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের পটিয়ায় সন্তানের গুলিতে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে মাইনুলকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে মাইনুলের বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার।

তিনি বলেন, জেসমিন আক্তারকে খুনের ঘটনায় ছেলে মাইনুলকে আসামি একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মাইনুলকে গ্রেফতার বা অস্ত্র উদ্ধার করা যায়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে পটিয়ায় সন্তান মাইনুলের গুলিতে তার মা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) নিহত হন। তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের আত্মীয়-স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শামসুল আলম মাস্টার মারা যাওয়ার পর সম্পত্তি ও ব্যাংকে জমানো টাকা নিয়ে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা শুরু হয়। এছাড়া মাইনুল কিছুদিন আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য ছিল মাইনুলের।

মন্তব্য নেওয়া বন্ধ।