ঝড়ো হাওয়ায় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়লো জামালখান সড়কে

ঝড়ো হাওয়ায় নগরের জামালখান সড়কের বিভাজকের (ডিভাইডার) একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে গেছে। পরে সিটি করপোরেশনের লোকজন গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে গাছটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ো হাওয়ার মধ্যে বিকট শব্দে গাছটি ভেঙে পড়ে। এ সময় সৌন্দর্যবর্ধনের ফুলের টব, লোহার ঘেরা ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, চট্টগ্রাম প্রেস ক্লাবের দক্ষিণে সেনসিভের সামনে একটি গাছ ভেঙে পড়েছে। খবর পেয়ে সিটি করপোরেশনের কর্মীরা সেটি কেটে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।