টেকনাফে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফের নতুন পল্লান পাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, দুটি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।

উদ্ধারকৃতরা হলেন- আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ মাঠপাড়া এলাকার নজির আহমদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলা (২২)।

র‌্যাবের সহকারী পরিচালক সামশুল আলম বলেন, গত ২৫ মার্চ এক ব্যক্তি তার ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‌্যাবের কাছে অভিযোগ করেন। পরে গতকাল রোববার টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা নবী হোসেন ও তার ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এর আগে ২৫ মার্চ বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও (২৭) উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।