থানচিতে র‌্যাবের সঙ্গে জঙ্গী—পাহাড়ী সন্ত্রাসীদের গুলি বিনিময়

বান্দরবানের থানচিতে র‌্যাবের সঙ্গে জঙ্গী ও পাহাড়ী সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নিয়মিত অভিযান শুরু করলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসী সংগঠনের সদস্যরা।
এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলি বিনিময়ের মাধ্যমে শুরু হয় বন্দুকযুদ্ধ।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গতঃ গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। জামায়াতুল আনসারের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সম্পৃক্ততার খবর গত অক্টোবরে জানিয়েছিল র‌্যাব।
মূলত এরপর থেকেই ধারাবাহিকভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে র‌্যাব বাহিনী।

মন্তব্য নেওয়া বন্ধ।