দর্শকদের প্রশংসায় ভাসছে ‘কাবেরি’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শামীম রানা শামুর রচনা ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাবেরি’। ক্যাম্পাসের বন্ধুদের গল্প আড্ডা এবং সুখ-দুঃখের বিভিন্ন চিত্র উঠে এসেছে এতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয় ও অর্থায়নে তৈরি হয়েছে এই চলচ্চিত্রটি। স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্র এখন দর্শকদের প্রসংশায় ভাসছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ৬টি ভিন্ন ভিন্ন স্লটে প্রদর্শিত হয় ‘কাবেরি’। প্রতি স্লটেই দর্শকের উপস্থিতিতে অডিটোরিয়াম ছিল কানায় কানায় ভর্তি। চলচ্চিত্র দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এতে কাবেরির মূল চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা দত্ত। এছাড়াও ইউনুস রানা সোহেল এবং সায়হাম সালামসহ আরো ১২জন চবি শিক্ষার্থী এতে অভিনয় করেন।

পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসলিমাত জাহান কৃতি বলেন, ক্যাম্পাসে বন্ধুত্বের ভেতরের প্রতিদিনকার বিভিন্ন গল্প এবং আন্তকোন্দলের চিত্র খুবই সাবলীলভাবে ফুটে উঠেছে এই চলচ্চিত্রটিতে। শুরু থেকে শেষ পর্যন্তই চলচিত্রটি চমৎকার উপভোগ্য ছিল।

দর্শন বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম সবুজ বলেন, ক্যাম্পাস জীবনে হাসি-কান্না, আনন্দ-বেদনা ও বন্ধুত্বে নানা দিক উঠে এসেছে এই চলচ্চিত্রটিতে। গল্প ও চিত্রায়ন খুবই সুন্দর হয়েছে।

এ বিষয়ে পরিচালক শামীম রানা শামু বলেন, এই চলচ্চিত্রটি সব শিক্ষার্থী নিজের সাথে মেলাতে পারবেন। এখানে আছে প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্বের নানা টানাপোড়েনসহ হাসি-কান্নার নানা দিক।

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষার ফাঁকে ফাঁকে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমাদের টিমের সদস্যদের পকেটমানি দিয়েই আমরা এটি প্রকাশ করেছি। এতে রয়েছে শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম৷

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যাগে চবিতে প্রদর্শিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। যা পরবর্তীতে শিল্পকলা একাডেমিতেও প্রদর্শনের আশ্বাস দেন পরিচালক।

মন্তব্য নেওয়া বন্ধ।