দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধের মুখে হাসি ফুটালেন লোহাগাড়ার ওসি

আমির আহমদ প্রকাশ আমির ফকির। পয়তাল্লিশ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী এ বৃদ্ধ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা হাজিরাস্তা ওয়াদ্দেদ সিকদার পাড়ার মৃত সালেহ আহমদ সিকদারের ছেলে। নিজের কেনা ৭ শতক জায়গা নিয়ে পড়েন বিপাকে। পরবর্তীতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলামের দারস্থ হলে মেলে সমাধানের পথ।

সার্বিক বিষয়ে আমির আহমদ প্রকাশ আমির ফকির বলেন, আমি এবং ভাইসহ বাড়ির পাশে ৭ শতকের একটি জায়গা কিনি। দীর্ঘদিন ধরে যেটি আমাদের দখলে ছিলো। হঠাৎ কিছুদিন পূর্বে প্রভাবশালী একটি মহল জায়গাটি নিজেদের দাবি করে সেখানে পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। একপর্যায়ে আদালতের নিষেধাজ্ঞা আনা হলেও সেটি অমান্য করে তারা নির্মাণ কাজ চালিয়ে যান। পরবর্তীতে ওসি মো. রাশেদুল ইসলামের দারস্থ হলে মেলে সমাধানের পথ। তিনি বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রাখার পাশাপাশি জায়গাটি প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে কাজ চালিয়ে যাচ্ছেন।

আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে এ বৃদ্ধ আরও বলেন, ওসি ইতোমধ্যে যা করেছেন সেটি আমাদের মতো অসহায় মানুষদের জন্য বড় পাওয়া। আমরা প্রভাবশালীদের বিরুদ্ধে পেরে উঠছিলাম না এমন সময় তিনি আমাদের পাশে এসে দাড়িয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ন্যায় বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। এ দায়বদ্ধতা থেকে অসহায় ওই বৃদ্ধের পাশে দাড়াই। যেকোনো কাজে বেআইনিভাবে প্রতিবন্ধকতাকারী যতই ক্ষমতাধর হোক না কেন কোনো প্রকার ছাড় দেয়া হবে না, অন্ততপক্ষে আমি যতদিন আছি।

রিফাত/আইআই

মন্তব্য নেওয়া বন্ধ।