নোয়াখালীর দুবাইওয়ালা সোনার প্রলেপযুক্ত জামা নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ধরা

চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ জিয়াউল হক এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে চট্টগ্রাম চট্টগ্রাম বিমানবন্দরে এনএসআই টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৯০ টাকা।
অবৈধ উপায়ে স্বর্ণ পাচার করতে গিয়ে আটক হওয়া মো. জিয়াউল হকের বাড়ি নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইট যোগে তিনি দুবাই থেকে সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল স্বর্ণের প্রলেপযুক্ত ১টি স্যান্ডো গেঞ্জি, ১টি ফুল প্যান্ট ও ১টি আন্ডারওয়্যার জব্দ করেন। পরে কোতোয়ালী থানার হাজারীগলিতে তা গলিয়ে ২৪ ক্যারেটের ১ কেজি ৪২৯ গ্রাম স্বর্ণের গোলক পিণ্ড পাওয়া যায়।

এ ছাড়া ছিল ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার এবং ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকারও ছিল জিয়াউল হকের সাথে। সব মিলিয়ে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৯০ টাকা।

এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।