প্রধানমন্ত্রীর সঙ্গে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত বোর্ড সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণ।

বুধবার (৩ আগস্ট) রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাবের নেতৃত্বে বোর্ডের অন্যন সদস্যরা গণভবনে সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দেশব্যাপী রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম বিস্তারে বরাবরের মতো তার সরকার ও তার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে।

সেই সাথে আগামী ৪ বছরের জন্য আন্তর্জাতিক রেডক্রস সংস্থা আইএফআরসির সদস্য নির্বাচিত হওয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাবকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামসহ বোর্ড সদস্যগণ এবং মহাসচিব।

মন্তব্য নেওয়া বন্ধ।