বিত্তবানদের প্রতি অনুরোধ দরিদ্রদের পাশে দাঁড়ান: চসিক মেয়র

রমজান মাসে ইফতার, সেহেরি, জাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী-গরিবের সামাজিক ব্যবধান দূর হয়ে সমাজে সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২৯ মার্চ) কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের উদ্যোগে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, রমজানে ইফতারের মাধ্যমে ধনী-গরিব এক কাতারে আসে। সচ্ছল মানুষ উপলব্ধি করতে পারে ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা।

সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান। আসুন, ইসলামের সুমহান শিক্ষা বুকে ধারণ করে ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন, কাবেদুর রহমান কচি, মো. হোসেন, আনোয়ার হোসেন বাবুল, মঞ্জুর হোসেন, নুরুদ্দিন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলমগীর, জসীমউদ্দীন খন্দকার, নেছার উদ্দিন, নাজমুল আহসান, ফরিদ উদ্দিন প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।