বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা

অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডসহ বড় দলগুলো বিরুদ্ধে টাইগাররা ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি সিজির জয় নতুন কিছু নয়। সেই তালিকায় যুক্ত হলো ক্রিকেটের উত্তেজনাকর ছোট ফরমেট টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ইংলিশদের টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজ জিতলো টাইগাররা।

রোববার (১২ মার্চ) রাজধানী ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে বৃটিশদের হারিয়েছে বাংলাদেশ। এর আগে টাইগারদের লাকি ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিজিরে প্রথম ম্যাচ জিতে সাকিব বাহিনী।

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ইংল্যান্ড পায় ১১৭ রানের সংগ্রহ। ৭ বল এবং ৪ ইউকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

ওয়ান ডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ঢাকা হেরে বাংলাদেশ দল চট্টগ্রাম এসে জয়ের ধারায় ফিরে। সেই ধারা অব্যাহত রেখে টি-টোয়েন্টির শিরোপাও ঘরে তুললো টাইগাররা।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মিরাজ। মেহেদী হাসান মিরাজ ৪ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৬ বলে ২০ রান। বাংলাদেশে পক্ষে শান্ত সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের ১১৭ রানের জবাব দিতে নেমে লিটন দাস ৯ বলে ৯ রান এবং ১৪ বলে ৯ রান তুলে দলকে বিপদের ফেলেন রনি তালুকদার। দলকে বিপদ মুক্ত করে নাজমুল হোসেন শান্ত ৪৭ বলে অপরাজিত ৪৬ রান তুলে। মাঝে ক্যাপ্টেন সাকিব ৩ বল খেলে ০ রানে ফিরেন সাজ ঘরে। তৌহিদ ১৮ বলে ১৭ রান তুলে আউট হলে তাসকিন মাত্র ৩ বলে তুলেন ৮ রান। ততক্ষণে দল জয়ের বন্দরে পৌঁছে শিরোপা নিশ্চিত করে।

মন্তব্য নেওয়া বন্ধ।