বোয়ালখালীতে আগুনে পুড়লো ৪ ঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি বসতঘর। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আপেল আহমদ টেক সংলগ্ন পৌরসভার পশ্চিম গোমণ্ডী ৯নং ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে নুরুল ইসলাম (৬৫) দিদারুল আলম (৪৫), ফরিদুল আলম (৪০) ও মনির হোসেন (৩০) এর ঘর পুড়ে গেছে। তিনটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। বাকি একটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিকভাবে সহযোগিতা করা হবে এবং তাদেরকে সাময়িক খাবারের ব্যবস্থা করে দেয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।