ব্রিজ ভেঙে নদীতে, চরম দুর্ভোগকে এলাকাবাসী

ভেঙ্গে পড়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় প্রায় ৬ হাজার মানুষের চলাচলের একমাত্র যোগাযোগের মাধ্যম। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি প্রচন্ড বৃষ্টির পানির কারণে ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে এলাকার অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগীরা, বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় আজগর আলী জানান, কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টির পানির কারণে ব্রিজের নিচে মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ নদীতে পড়ে যায়। তারপর থেকে এলাকাবাসীর চরম দুর্ভোগ সৃষ্টি শুরু। সড়ক থেকে এলাকা বেশ দূরত্ব থাকায় ভারী কোন বস্তু বা জিনিসপত্র নিয়ে চলাচলে চরম সমস্যায় পড়ছে এই এলাকার মানুষ। তাই স্থানীয় জনপ্রতিনিধি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমাদের আবেদন অতি দ্রুত ব্রিজটি নির্মাণ করা হোক।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, অতি বৃষ্টির কারণে ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে এলাকার মানুষের যোগাযোগে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। ব্রিজটি টেন্ডার হয়েছে, অতি শীঘ্রই ব্রিজের কাজ শুরু করবে শুনেছি।

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, গুনগুনিয়া বেতাগী ৯ নম্বর ওয়ার্ড়ের ভাঙ্গা ব্রিজটি অতি শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।