মুদি দোকানে টিসিবির তেল, জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি মুদি দোকানে অবৈধভাবে টিসিবির তেল বিক্রি ও মজুদের অপরাধে দোকান মালিক মো. ওসমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুত করা ২১০ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, টিসিবির পণ্য সরকার ভর্তুকি দিয়ে হত দরিদ্রদের মাঝে বিক্রির জন্য ডিলার নিয়োগ দিয়েছেন। টিসিবির পণ্য ভুর্তুকিমূলে শুধুমাত্র ডিলাররা বিক্রি করতে পারবে। টিসিবির পণ্য ডিলার ব্যতীত যে কোন মুদি বা খুচরা দোকানে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।

ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।