মেলায় গিয়ে রাঙামাটির ১০ যুবক ভারতের কারাগারে

বিনা পাসপোর্টে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি ১০ যুবক আটক হয়েছেন। আটকের পর ভারতীয় আদালতের মাধ্যমে তাদের ১৪ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।

তারা হলেন মো. শামসুদ্দিন, আব্দুস সালাম, মো. সুমন, মো. বেলাল, আব্দুল জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল। তাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে।

আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বিষয়টি নিশ্চিত বলেন, ভারতের ত্রিপুরায় পৌষ মেলায় ঘুরতে গিয়ে আমার ইউনিয়নের ১০ জন যুবক গত শনিবার (১৩ জানুয়ারি) ভারতের বিএসএফের হাতে আটক হয়েছেন।

আটক শামসুদ্দিনের বোন জামাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের এখান থেকে ৩০ জন ভারতের ত্রিপুরায় পৌষ মেলায় ঘুরতে গিয়েছিল। তার মধ্যে মেলা দেখে ২০ জন পানছড়ি দিকে বর্ডার পার হয়ে চলে আসে। কিন্তু বাকি ১০ জন আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে তাদের পুলিশে দেওয়া হয়। পুলিশ কোর্টের মাধ্যমে ১৪ দিনের জেল দিয়ে আটকদের গোন্ডাছড়া জেলখানায় পাঠায়।

তিনি আরও বলেন, ‘আমরা স্বজনরা খুব হতাশার মধ্যে আছি। তারা কীভাবে আছে, কী খাচ্ছে- আমরা কিছুই খবর পাচ্ছি না।’

প্রতি বছর ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার তীর্থমুখ এলাকায় গোমতী নদীর উৎসস্থল ডুম্বুর লেকের পাড়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী মেলা হয়। সেই মেলা দেখতে ভারতের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি হয়ে অনেকেই এই মেলায় ঘুরতে যান।

মন্তব্য নেওয়া বন্ধ।