রাঙামাটিতে দিনে গোলাগুলির পর মধ্যরাতে স’মিলে দুর্বৃত্তের আগুন

রাঙামাটির রাজবাড়ি স’মিলে মধ্যরাতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। একই দিন দুপুরে কাঠবোঝাই একটি ট্রাকে এলোপাথাডি গুলি ছুঁড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

রাজবাড়ি স’মিলের দারোয়ান সাইফুল ইসলাম জানান, ‘রাতে তার পাহারারত অবস্থায় ঘাটে বোট নিয়ে আসে এক অপরিচিত লোক। একটু পরে রাজবাড়ির দিক থেকে আসে আরও ৫-৬ জন লোক। এসময় দুর্বৃত্তরা সিংহ চাকমা নামে এক শ্রমিককে অস্ত্র ঠেকিয়ে কাঠের স্তূপের দিকে নিয়ে যায়। এরপর তারা কাঠের স্তুপ লক্ষ্য করে একটি বিষ্ফোরক ছুড়ে মারলে তাতে বিকট শব্দ করে আগুন ধরে যায়।

এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তবে আগুনে কোনো কাঠ পুড়েনি। আগুন জ্বলে ওঠার সময় দারোয়ানসহ আশপাশের লোকেরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও বলেন, ‘কে বা কারা এ কাজ করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত বলতে পারবে পুলিশ।’

মন্তব্য নেওয়া বন্ধ।