রামুতে ১৮ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে ১৮ হাজার ইয়াবাসহ জাহেদা খানম (৩২) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) টেকনাফের হ্নীলা থেকে সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় মরিচ্যা চেকপোস্টে বিজিবির নারী সৈনিক দিয়ে তল্লাশি চালিয়ে শরীরের বিভিন্ন অংশে বিশেষভাবে লুকায়িত ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জাহেদা খানম সেন্টমার্টিনের বাজারপাড়ার নুরুল আবসারের স্ত্রী।

৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিযোগে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাশির জন্য থামানো হয়।

তল্লাশিকালে যাত্রী জাহেদা খানমকে আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে বিজিবির নারী সৈনিকদ্বারা তল্লাশি করা হলে তার শরীরের বিভিন্ন অংশে লুকানো ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নারীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ রামু থানায় হস্তান্তরের করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।