রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: দগ্ধ আরও এক শিশুসহ ৩ জনের মৃত্যু

নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রবি আলম (৫)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সকালে মোবাশ্বেরা (৪) এবং ঘটনার দিন রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে ৯ দগ্ধের মধ্যে ৩ জনের মৃত্যু হলো।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে—আমেনা খাতুন (২৪), জোবাইদা (২২), সোহেল (৫) ও রশমিদা (৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি বলেন, ভোরে বিস্ফোরণে দগ্ধ মোবাশ্বেরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে বিকেলে রবি নমে আরও এক শিশুর মৃত্যু হয়।

প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারি সকালে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন। ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।