লংগদুতে মুজিব কানন প্রতিষ্ঠা করেছে আনসার ব্যাটালিয়ন

রাঙামাটির লংগদুতে মুজিব কানন শ্রদ্ধাঞ্জলি ফলক স্থাপন ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনায় ৪র্থ প্রকল্পের ৪র্থ মুজিবকানন সম্পন্ন করেছে ৩৮ আনসার ব্যাটালিয়ন। ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক এএসএম আজীম উদ্দিন এর উদ্বোধন করেন এবং মুজিব কাননের সকল আনুষ্ঠানিকতা শেষে সম্পন্ন করেন।

এ বিষয়ে ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজীম উদ্দিন বলেন, এটি বাংলাদেশের চতুর্থ মুজিব কানন। মুক্তিযুদ্ধের চেতনায় ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ সহ নতুন প্রজন্মকে ইতিহাসের সাথে সম্পৃক্ত রাখতেই এ মুজিব কানন প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে সর্বপ্রথম চট্টগ্রামের পটিয়া ১৫ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭ মার্চ ২০২০ সালে মুজিব কানন স্থাপন করা হয়। ক্রমান্বয়ে ২য় মুজিব কানন ১৫ আগষ্ট ২০২১ সালে বান্দরবানের লামা আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এবং ৩য় মুজিব কানন ৭ মার্চ ২০২৩ এ শেরপুর নালিতাবাড়ী ব্যাটালিয়ন সদর দপ্তরে নির্মাণ করা হয়েছে।
সাকিব

মন্তব্য নেওয়া বন্ধ।