লংগদুতে শিক্ষার্থীদের পুণর্মিলনী

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে লংগদু উপজেলা কওমী পরিষদের আয়োজনে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু জোনের উপ অধিনায়ক মেজর আহমেদ ফারশাদ কবির।

সংবর্ধনা অনুষ্ঠানে লংগদু উপজেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জুবাইদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আল আমিন ঈশান ও কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আমিনুর রশিদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুস আল হাবিবী।

এ সময় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক, কওমী ওলামা পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লংগদু উপজেলার ২ জন ছাত্রী ও ৬ জন ছাত্র দাওরা (মাস্টার্স) পাশ করায় মোট ৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বক্তারা সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার সকল সিলেবাস, পাঠ্যবই, শিক্ষাব্যবস্থা ও পরিচালনার মানদণ্ড যাচাই করে দাওরা (মাস্টার্স) সমমান করে দিয়েছেন। তাই দেশের শিক্ষা ব্যবস্থা আরো মজবুত হয়েছে। শিক্ষার হারও বেড়েছে। তবে সকলের সচেতন থাকতে হবে যেন কোনো ভাবেই দেশে শিক্ষার আড়ালে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে সাম্প্রদায়িকতায় উদ্ধুদ্ধ না হয় তরুণ প্রজন্মের।

পরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুণমির্লনীর সমাপ্তি হয়। এর আগে মাদ্রাসার শিক্ষার্থীরা সূরা, ইসলাম সঙ্গীত পরিবেশন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।