লংগদুতে শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালন

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ, প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে আজ দিনব্যাপী দিবসটি উদযাপন চলছে। দিবসের শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন শেষে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সার্কেল অফিসার মো. আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, তদন্ত ওসি সানজিদ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

দলীয় নেতাদের মধ্যে লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও জেলা পরিষদ সদস্য আসমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।