শাহ আমানতে দরজার কবজায় মিলল সোনা!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। দরজার কবজা সাজিয়ে স্বর্ণ পাচারের সময় ১২টি লম্বা দন্ড আকৃতির এসব স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দা। তবে স্বর্ণগুলো কার সে তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে যাত্রীবিহীন এসব স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৭৩৬ গ্রাম, মূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিশেষ কায়দায় স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে ১২টি দরজার কবজা পরীক্ষা করে স্বর্ণ সন্দেহ হয়। পরে সেগুলো পরীক্ষা করে কবজার মাঝখানের রডটি স্বর্ণের নিশ্চিত হন গোয়েন্দারা।

এর একদিন আগে দুবাই থেকে চট্টগ্রামে আসা ফেনীর আবদুল করিম সজন নামে এক যাত্রীর কাছে থাকা ১২টি দরজার কব্জা থেকে স্বর্ণসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও জিনিসপত্রের দাম ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।

মন্তব্য নেওয়া বন্ধ।