শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বারসহ ট্রলিম্যান আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যের চার পিস স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। আটককৃত ট্রলিম্যানের নাম মো. ইসমাইল।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিমানবন্দরের পার্কিং থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, মো. ইসমাইল চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাজুয়াল নিয়োগে ট্রলিম্যান পদে শাহ আমানত বিমানবন্দরে কাজ শুরু করে। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মীরের হাট।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ (BG-148) ফ্লাইট অবতরণের পর পার্কিং থেকে বিমানবন্দরের ভেতর স্বর্ণের বারগুলো নিয়ে আসেন মো. ইসমাইল। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশি করে এনএসআই ও এপিবিএনের সদস্যরা। তল্লাশিতে তার কাছে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।