শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শনে বোয়ালখালীর পৌরমেয়র

বোয়ালখালীতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর।

মঙ্গলবার (১১ জানুয়ারি) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকার কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পৌরমেয়র জহুরুল ইসলাম বলেন, যেখানে অনেক দেশ প্রাপ্ত বয়স্কদের এক ডোজ টিকা দিতে হিমসিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে ১২ বছরের শিক্ষার্থীদেরও টিকা দিচ্ছি৷ বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।

তিনি আরও বলেন, দেশবাসির সুরক্ষার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সকলের জন্য ভ্যাকসিন প্রদানের যে পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। সকলকে নির্ভয়ে ভ্যাকসিন নেয়ার আহবানও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

মন্তব্য নেওয়া বন্ধ।