পটিয়ায় স্কেভেটর ‘বাঁচাতে’ গিয়ে লাখ টাকা জরিমানার মুখে ইজারাদার

চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা লাপাত্তা হয়ে গেলেও স্কেভেটর বাঁচাতে ছুটে এসে জরিমানার কবলে পড়তে হলো তাকে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের পারিগ্রাম মৌজার শ্রীমাই খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রক্ষিতে আজ বুধবার দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়টি হাতে নাতে প্রমাণ পেয়েছি।

এ সময় বালু উত্তোলন করতে একটি স্কেভেটর রাখা হয়েছিল। তবে ইজারাদারের কাউকে না পেয়ে স্কেভেটরটি জব্দ করার সময় ইজারাদারের এক প্রতিনিধি এসে হাজির হলে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনের জন্য তাকে সর্তক করে দেয়া হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর আওতায় এ অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।