মহাসড়কে ঝরলো সবজি বিক্রেতার প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবজিবোঝাই অটোরিক্সাকে চট্টগ্রামমুখী একটি ট্রেইলর ধাক্কা দিলে গুরুতর আহত হন কেরামত আলী (৪০) নামের এক ব্যক্তি। সোমবার (২৭ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত কেরামত আলী উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার পর চালক ট্রেইলরটি ফেলে পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রেইলরটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনেরা লিখিত আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জমি থেকে বেগুন তুলে বিক্রির জন্য অটোরিকশাযোগে মহাসড়কের নুরজাহান ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী প্রাণ কোম্পানির একটি ট্রেইলর পেছন থেকে ধাক্কা দিলে কেরামত আলী গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।