সন্দ্বীপে নৌকার প্রার্থী মিশন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

সন্দ্বীপ উপজেলায় পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাঈন উদ্দিন মিশন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন নৌকা প্রতীকে মোট ২৬ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৩৫ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ৮৬টি কেন্দ্র ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গনণা শেষে নির্বাচন কমিশন মাঈন উদ্দিন মিশনকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে অপর দুই প্রার্থী জাসদের আবুল কাশেম মাহমুদ পেয়েছেন ৬৯ ভোট ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল ৮৩ ভোট। যদিও তারা আনারস প্রতীককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

১৫টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত। রয়েছে একটি পৌরসভাও। মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন। তন্মধ্যে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারী।

মন্তব্য নেওয়া বন্ধ।