সাংবাদিক নিজাম উদ্দিনের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাদে এশার মিরসরাই পৌরসভার নাজির পাড়া সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়িতে ১৬তম বার্ষিক ওয়াজ ও মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের জন্য ইছালে ছওয়াব মাহফিলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান ওয়ায়েজীন হিসেবে এই বক্তব্য রাখেন লতিফীয়া দরবার শরিফের পীরে কামেল আল্লামা হাফেজ মো. মেসবাউল ইসলাম লতিফী। তিনি বলেন, একজন মুসলমানের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য ইবাদত হচ্ছে নামাজ। কুরআন মজীদের বিভিন্ন জায়গায় ঈমানের পরেই নামাজের কথা বলা হয়েছে। আর ঈমানকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নামাজ।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মাদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ ওয়ায়েজিন হিসাবে ওয়াজ করেন মাদবার হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হালিম হেলালী, গফুর খাঁ জামে মসজিদের খতিব আলহাজ্ব বাকী বিল্লাহ্ সাদেকী, মিঠাছরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব নিজামুল হক সাদেকী, বেলুয়ারদিঘী জামে মসজিদের খতিব আলহাজ্ব বেলাল হোসেন তাহেরী, মান্দার বাড়িয়া মহিলা মাদ্রাসার সুপার আলহাজ্ব মো. নুরুন্নবী।

হাফেজ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড় কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, মাসিক মিরসরাই পত্রিকার উপ সম্পাদক ওয়াকিল বিন নিজাম, ওমান প্রতিনিধি তাজ উদ্দিন, মো. হারুন সহ এলাকার সামাজিক নেতৃবৃন্দরা।

মন্তব্য নেওয়া বন্ধ।