সাংসদ মামুনকে ফুল দিয়ে বরণ করল সীতাকুণ্ড প্রশাসন, স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয়

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুনকে শুভেচ্ছা জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে তাকে ফুল দিয়ে দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন বলেন, সীতাকুণ্ডের মানুষ আমার ওপর আস্থা রেখেছে, আমাকে বিপুল ভোটে জয়ী করেছে। আমি চাই তাদের জন্য কাজ করতে। এই এলাকার অবকাঠামো, শিক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যেতে চাই।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের উপজেলা পরিষদের সকল দপ্তরকে স্মার্টভাবে কাজ করতে হবে। সে লক্ষ্যে যা করণীয় আমরা করবো। সীতাকুণ্ডকে একটি স্মার্ট উপজেলা হিসেবে পরিণত করতে সকল দপ্তরের সহযোগীতাও কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হাবিবুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা ইঞ্জিনিয়ার মুনির এবং উপজেলা পিআইও মো. আলমগীর।

এ সময় নবনির্বাচিত এমপি এস এম আল মামুন এর স্ত্রী দিলশাদ হেলেনও উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।