সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শত পরিবারের মাঝে ডা. রাব্বির উপহার

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে ১শ পরিবারের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
হাসপাতালের চিকিৎসকবৃন্দের সহযোগিতায় ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

ভালোবাসার উপহার সামগ্রীর মধ্যে ছিল-চাউল ২ কেজি, সোয়াবিন তেল ৫শ মিঃ লিঃ, পেয়াঁজ ১ কেজি, আলু ১ কেজি, মসুর ডাল ৫শ গ্রাম, ও লবন ৫শ গ্রাম। স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন।

উপহার সামগ্রী বিতরণকালে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সম্প্রতি চট্টগ্রাম জেলায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে মাননীয় প্রধানমন্ত্রী, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষ বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
এরই ধারাবাহিকতায় টিম জেনারেল হাসপাতাল ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে সাতকানিয়ার চরতী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের পাশে দাঁড়িয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।