সাতকানিয়া-লোহাগাড়া আসনে নৌকা পেতে চান ১৫ জন

সাতকানিয়ার আংশিক অংশ ও লোহাগাড়া নিয়ে গঠিত সংসদীয় আসন ২৯২, চট্টগ্রাম-১৫। জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ১৫ জন। এরমধ্যে রয়েছেন হেভিওয়েট ৩ প্রার্থী।

তারা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বর্তমান দুইবারের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি।

এছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দীন হাসান চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মইনুল ইসলাম মামুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, আওয়ামী নেতা মো. অহিদ সিরাজ চৌধুরী, মো. এরশাদুল হক, সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দীন, দেলোয়ার হোসেন, মো. জসীম উদ্দিন চৌধুরী, মো. আমান উল্লাহ জাহাঙ্গীর।

স্থানীয় রাজনীতিবিদদের মন্তব্য, প্রথম তিনজনই একজন অপরজনের পথের কাঁটা হয়ে দাড়িয়েছে। তাদের মতে, আমিনুল ইসলাম মনোনয়ন ফরম না নিলে নদভীর জন্য নৌকার মনোনয়ন একপ্রকার নিশ্চিত ছিলো। তাই বলা হচ্ছে আমিনই নদভীর পথের কাঁটা। অপরদিকে মোতালেবের পথের কাঁটা এ দু’জন। সবমিলিয়ে মনোনয়ন পেতে নিজেদের মধ্যে এক ধরনের মৌন লড়াই চলছে।

এদিকে কার হাতে উঠছে নৌকার মনোনয়ন এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি এ নিয়ে মাঠেঘাটে সবজায়গায় চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটতে অপেক্ষা করতে হবে আরও দুয়েকদিন।

তবে প্রার্থীদের সকলেই বলছেন, দল যাকে মনোনয়ন দিবে তার সাথে নৌকার বিজয়ে তারা কাজ করে যাবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।