সিডিএর নতুন বোর্ড— আগের ২ জনের সাথে নতুন মুখ ৪

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আগের বোর্ড সদস্যদের মধ্য থেকে দুইজন রেখে নতুন চারজনকে বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয় মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্ত বোর্ড সদস্যরা হলেন- জসিম উদ্দীন শাহ, স্থপতি আশিক ইমরান, মো. আলী শাহ, মো. ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ এবং অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।

জসিম উদ্দীন শাহ, স্থপতি আশিক ইমরান আগ থেকেই সিডিএর বোর্ড সদস্য। নতুনদের মধ্যে মো. ফারুক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। মো. আলী শাহ রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক।

গত ৩০ অক্টোবর সিডিএর ৬ বোর্ড সদস্যের মেয়াদ শেষ হয়েছে। নতুন বোর্ড সদস্য নিয়োগ না পাওয়া গত তিন মাসের বেশি সময় ধরে কোনও বোর্ড সভা করতে না পারায় সিডিএর বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।