সিসি ক্যামেরার আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের অধীনে রাজধানী ঢাকার শনির আখড়া থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২৫৬ কিলোমিটার সড়ক সিসি ক্যামেরা আওতায় আসছে।

এ জন্য ১৫০ কোটি টাকার প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এ লক্ষ্যে কাজ চলছে। সেখানে আধুনিক মনিটরিং সিস্টেম থাকবে। মহাসড়কে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানা যাবে। এমনকি মোবাইল ফোনে মহাসড়কের অপরাধের তথ্য জানা যাবে।

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, এই সড়কে ১ হাজার ৫০০ ক্যামেরা ও ৪৯০টি পুল বসানো হবে। যা ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে এবং বর্তমানে তা চলমান রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ এই প্রকল্পের কাজ সমাপ্ত হতে পারে।

হাইওয়ে কুমিল্লা জোনের পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, এই প্রকল্প শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসি টিভির আওতায় চলে আসবে। মহাসড়কে অপরাধ তখন অনেকাংশেই কমে যাবে। যানবাহন ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পাঁচ জেলায় এখনো হাইওয়ে পুলিশের ইউনিট নেই। যার কারণে ওই জেলায় আমরা সেবা দিতে পারছি না। ইউনিট হয়ে গেলে এই জেলাগুলো আমাদের সেবার আওতায় চলে আসবে।’

মন্তব্য নেওয়া বন্ধ।