সীতাকুণ্ডে এবার তুলার গুদামে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও আগুন লেগেছে, এবার তুলার গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট। তুলার গুদামের পাশে রয়েছে ন্যামসন কন্টেইনার ডিপো।

শনিবার (১১ মার্চ) সকালে সীতাকুণ্ডের ছোট কুমিরা আগুন লেগেছে বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ।
তিনি বলেন, আগুন লাগার ঘটনায় আমাদের পাঁচটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

গত বছরের ৪ জুন বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে অর্ধশতাধিক শ্রমিক-কর্মকর্তা, ফায়ার ফাইটারসহ নিহত হন।

সর্বশেষ গত ৪ মার্চ কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।