হাটহাজারীতে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান

চট্টগ্রামের হাটহাজারীতে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত।

রবিবার (২৯মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্রায় ১২ টি ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডাঃ সুরজিৎ দত্ত চট্টগ্রাম খবরকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। আমরা ১২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি।

এসময় মা ও শিশু হাসপাতাল ও আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান যথাযথ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছি। যে সকল প্রতিষ্ঠানের কাগজ পত্রের মেয়াদ শেষ হয়েছে তাদের আগামী ২৪ঘন্টার মধ্যে নবায়নের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।