হালদায় ৩ হাজার মিটার অবৈধ ঘেরাজাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ মিঠাপানির নদী চট্টগ্রামের হালদায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো ৫টি ঘেরাজাল জব্দ করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া ইউনিয়ন ও রাউজান সীমান্তবর্তী নদীর বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ঘেরাজাল জব্দ করা হয়েছে। যার পরিমাণ প্রায় তিন হাজার মিটার হবে। অসাধুচক্রের অবৈধ কার্যক্রম রুখে দিতে এবং জলজপ্রাণীর অবাধ বিচরণের পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।

মন্তব্য নেওয়া বন্ধ।