২ মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চবি উপাচার্যের বিজ্ঞাপন, হিসাব চায় ইউজিসি

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে বেশ কিছু জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রকাশিত এসব বিজ্ঞাপনের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তা জানতে চেয়ে চবি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ চিঠি প্রেরণ করা হয়েছে৷

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত এ চিঠিতে বেশ কিছু দৈনিক পত্রিকার নাম উল্লেখ করে তাতে প্রকাশিত বিজ্ঞাপনসমূহের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য চবি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ইউজিসি।

সেই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত একটি নির্দেশনা কেন মানা হয়নি সে সম্পর্কেও তথ্য চাওয়া হয় ইউজিসির পক্ষ থেকে।

মন্তব্য নেওয়া বন্ধ।