৬৮তেই থেমে গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল

দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার কৃতিসন্তান ডা. জামাল আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি একই কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি হ্নীলায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

ডা. জামাল আহমেদ কক্সবাজারে দীর্ঘ ৩০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন। তিনি হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করে এর উদ্যোগে কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইব্রেরিসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন।

কর্মজীবনের চট্টগ্রামে অন্যতম স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বপালন করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।